বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ আগস্ট || দীর্ঘ এক মাসের বেশি অতিক্রান্ত হবার পরেও নিখোঁজ ছেলেকে খুঁজে না পেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় পিতা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর রামরাইবাড়ী এলাকার বাসিন্দা বাবুল সিংহ এর ছেলে টিংকা সিংহ (৩৩) গত ২৭শে জুন আগারতলা যাবে বলে বাড়ী থেকে বের হয়। পরবর্তী সময় টিংকা সিংহ বাড়ীতে না ফেরায় বাবুল সিংহ উনার ছেলে নিখোঁজ হোওয়াতে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় একটি জিডি এন্ট্রি করেন। বর্তমানে দীর্ঘ ১ মাসের বেশি সময় অতিক্রান্ত হবার পর পুলিশের কাছ থেকে কোনোপ্রকার সাহায্য না পেয়ে হারানো ছেলেকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হন অসহায় পিতা। বাবুল সিংহ জানান, উনার নিখোঁজ ছেলের একটি ছোট্ট ৪ বছরের শিশু রয়েছে। প্রসাশন যেন উনার ছেলেকে খুঁজে পেতে সহযোগীতা করেন তার এই আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয় নিখোঁজ টিংকা সিংহকে খুঁজে দিতে প্রসাশন কি প্রকারের পদক্ষেপ গ্রহন করে।