সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ আগস্ট || তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ হদ্রাই এডিসি ভিলেজের অধীন মুড়িসিং পাড়াস্থিত বুদ্ধিয়া সন্যাসী আশ্রমে শিবলিঙ্গের স্থাপন ও কলস যাত্রা এবং জলাভিষেক পূজা বিধিতে অংশ নিলেন রাজ্যের তিন মন্ত্রী, মুখ্য সচেতক সহ বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অন্যান্যরা।
উল্লেখ্য, দক্ষিণ হদ্রাই এডিসি ভিলেজের মুড়িসিং পাড়াস্থিত বুদ্ধিয়া সন্যাসী আশ্রমটি প্রায় ১৫০ বছর পুরনো। এই আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই হিন্দু সনাতনী মতে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ধর্মগুরু গৌতম মিশ্রজী শিবলিঙ্গের পূজার্চনা এবং অভিষেক শুরু করেন। এই দিনের এই বিশেষ পূজার্চনায় উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই বিশেষ পূজার্চনায় উপস্থিত সকল মন্ত্রী ও মুখ্য সচেতক ভক্তি-শ্রদ্ধা ভরে শিবের মাথায় জল ঢালেন। এদিনের এই বিশেষ পূজার্চনা’টি হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ধর্মগুরু গৌতম মিশ্রজী’র পৌরহিত্যে দিনভর চলে এই পূজার্চনা।
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন, দেশ-দশ ও সমাজের সকল স্তরের মানুষের মঙ্গলার্থে এদিনের এই পুজোয় তিনি অংশগ্রহণ করেছেন এবং আপামর রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে তিনি দেবাদিদেব মহাদেবের নিকট প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
পাশাপাশি রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেবাদিদেব মহাদেবের প্রতি হিন্দু ধর্মের মানুষজনদের আলাদাই একটা আবেগ রয়েছে। তাছাড়া এই মন্দির গোটা রাজ্যের মধ্যে উৎকৃষ্ট এবং বিশিষ্ট ধর্মীয় স্থান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যই এ ধরনের প্রয়াস বলে দাবি করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিনের এই বিশেষ পূজার্চনায় দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই মন্দিরে ভিড় জমাতে প্রত্যক্ষ করা যায়।