জাতীয় ডেস্ক, শ্রীহরিকোটা, ২৩ আগস্ট || ইতিহাস সৃষ্টি করল ভারত। চাদের পৃষ্ঠে সফল অবতরণ করলো চন্দ্রযান-৩। সাক্ষী রইলো গোটা বিশ্ব। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। কথা মতোই বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করল চন্দ্রযান-৩ মহাকাশযানটি। গত ১৪ই জুলাই থেকে দেশবাসীর চোখ ছিল যানটির অবতরণের অপেক্ষায়। আজ সেই খুশি বাধ ভেঙেছে দেশবাসীর।
নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে ফেলল ভারতের চন্দ্রযান-৩। ইসরো টুইট করে জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশন তার গন্তব্যে পৌঁছেছে। সফল হয়েছে চন্দ্রযান-৩। চাঁদে সফল অবতরণের জন্য সমগ্র দেশবাসীকে অভিনন্দন।
এরপর বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব।