দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৮ এপ্রিল ।। রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় চিটফান্ডের ঘটনায় ক্ষমতাসীন দল তথা মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলন করে CBI কে দিয়ে পূর্নাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন। কংগ্রেসের এই ভূমিকা রাজ্য সরকার তথা মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে নেহাৎ মিথ্যাচার এবং কুৎসা বলে অভিযোগ করেছেন সদর মহকুমা CPI(M) কমিটি আয়োজিত প্যারাডাইসের পথসভায়। বক্তারা অভিযোগ করেছেন রাজ্যের শান্তি, সম্পীতি, অগ্রগতি যখন গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে কংগ্রেস অপপ্রচারে লিপ্ত হয়েছেন। প্যারাডাইস চৌমুহনীর পথসভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা CPI(M) কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণা রক্ষিত, কমিটির সদস্য অমল চক্রবর্তী, সদর মহকুমা CPI(M) কমিটির সম্পাদক শুভাশীষ গাঙ্গুলী, সভানেত্রী রুপা গাঙ্গুলী সহ CPI(M)–র সভ্য সমর্থকরা।