আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || প্রায় ৪০০ থেকে ৫০০ জন উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা বহুদিন যাবত আটকে রয়েছে। বেশ কয়েকবার ডেপুটেশন প্রদান করা হয়েছে এই নিয়ে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বাধ্য হয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবী অতিসত্বর তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হোক।