কৃষি দপ্তরের উদ্দ্যগে ২০০ জন সুবিধাভোগী নির্ধারনের মাধ্যমে নারিকেলের চারা ও আমের চারা বিতরণ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ আগস্ট || বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে আরবান ডেভলাপমেন্ট প্রকল্পের মাধ্যমে শান্তিরবাজার পুর এলাকায় বসবাসকারী ২০০ জন সুবিধাভোগী নির্ধারনের মাধ্যমে নারিকেলের চারা ও আমের চারা বিতরণ করা হয়। যার মধ্যে প্রত্যেক সুবিধাভোগীকে ৫টি করে আমের চারা ও ৪টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়। আগামীদিনে এইসকল সুবিধাভোগীকে বিভিন্নপ্রকারের কৃষিজ বীজ দেওয়া হবে। কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসের অক্লান্ত প্ররিশ্রমের জন্য গ্রামীন এলাকার পাশাপাশি শহর এলাকার কৃষকরাও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, কাউন্সিলার রাজীব চক্রবর্তী, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, শান্তিরবাজার কৃষি দপ্তরের সেক্টার অফিসার সুমেলি সরকার সহ অন্যান্যরা। এই কর্মসূচীর কথা সংবাদ মাধ্যমের সামনে জানান সেক্টর অফিসার সুমেলি সরকার ও কাউন্সিলার শ্যামলাল দেবনাথ। এদিন অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*