আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || সদর মহাকুমা শাসক ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালানো হয়। এদিন এই অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে অনিয়ম ধরা পড়ে। এরপর একটি দোকানকে বন্ধ করে দেয় খাদ্য দপ্তর।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.