আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || আসন্ন দূর্গা পূজোকেন্সাম্নে রেখে রাজধানীর সেন্ট্রাল রোড যুব সংস্থায় গুজরাটের নীলকন্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পূজো প্যান্ডেল। বৃহস্পতিবার খুঁটি পুজো দিয়ে তার শুভ সূচনা করা হয়। জানা যায়, এবছর প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হচ্ছে এই পূজো প্যান্ডেল।