আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || গত ২১শে আগস্ট রাজধানীর জগন্নাথ বাড়িতে ঘুরতে যাওয়ার সময় দীপ্তি দত্ত নামে এক মহিলার কাছ থেকে এক ছিনতাইবাজ টমটম চালক ব্যাগ সহ গলার চেইন ও দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। তখনি ঐ মহিলা পূর্ব থানার পুলিশের কাছে এসে অভিযোগ করেন। পুলিশ গোপন সূত্রে থেকে সেই টমটম চালক ছিনতাইবাজকে দক্ষিণ রামনগর থেকে আটক করে। বৃহস্পতিবার তাকে কোর্টে তোলা হয় বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।