বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ আগস্ট || শিক্ষকের দাবীতে পথ অবরোধ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বাইখোড়া মুহুরীপুর যাতায়তের রাস্তায় অবরোধে বসে উচাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবী বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নিয়োগ করতে হবে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, সেই জায়গায় শিক্ষকের সংখ্যা ৮ জন। এরমধ্যে শুক্রবার বিদ্যালয়ে ৪ জন শিক্ষক উপস্থিত রয়েছে। এতেকরে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যলয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। এইসকল সমস্যার মধ্যেও ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে চাইছে ছাত্র ছাত্রীরা। বর্ষাকালে বিদ্যালয়ের ছাঁদ দিয়ে ক্লাসরুমে জল পরে। ছাত্র ছাত্রীরা বসার জন্য পর্যাপ্ত পরিমানে টেবিল নেই। এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সল্পতা। দ্রুততার সহিত শিক্ষক নিয়োগের জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এদিন অবরোধে বসে। পরবর্তী সময় বাইখোড়া থানার এস আই শিব শঙ্কর সাহা ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ থেকে উঠে আসে। এখন দেখার বিষয় এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
