আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || রাজধানীর মহারাজগঞ্জ বাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় শনিবার। যেখানে পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৩৮ টাকা করে বিক্রি করা হচ্ছে। জানা যায়, আলু, পেঁয়াজ, রসুন পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে নেতাজি সুভাষ রোড এলাকায় ন্যায্য মূল্যের পেঁয়াজের বিক্রয় কেন্দ্র খোলা হয়। এদিন এই পেঁয়াজ কেন্দ্রের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক অরূপ দেব।
তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে এই কেন্দ্রে এসে মানুষ প্রতি কিলো পেঁয়াজ ৩৮ টাকা দরে ক্রয় করতে পারবে। তিনি বলেন, সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বটতলা বাজার, লেইক চৌমহনী বাজার সহ সমস্ত প্রধান বাজার গুলোতে একটা করে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ বাজারে গিয়ে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে।