আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || আসন্ন দূর্গা পূজোতে এবার ভারত রত্ন ক্লাবের পূজোর প্যান্ডেলের থিম হচ্ছে গুজরাটের নীলকন্ঠ ধাম। ভারত রত্ন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ ধর চৌধুরী জানান, তাদের বাজেট প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। তারা আরো জানান, তাদের ক্লাবের পুরনো জিনিস দিয়ে অনেকটা এই বছরের প্যান্ডেলের কাজে লাগাচ্ছেন। তাতে তাদের অনেকটাই টাকা সঞ্চয় হচ্ছে। মূর্তি শিল্পী আগরতলা আর্ট কলেজের প্রাক্তন হিসেবে পরিচিত বিশিষ্ট মূর্তি শিল্পী জয়ন্ত পাল।