আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || আগামী ৫ই সেপ্টেম্বর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ করে ময়দান কাপিয়ে বেড়াচ্ছে শাসক ও বিরোধী সবকটি দল।
সোমবার ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে পদযাত্রা সহ উঠোন সভা ও বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রের মতিনগরের ৩৬নং বুথ এলাকার নিবাসী সুলতান মিঞার বাসভবনে এক উঠোনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় কংগ্রেস ও সিপিআই(এম) দল ত্যাগ করে ২৬ পরিবারের ১৮০ জন ভোটার বিজেপি’তে যোগ দেয়।
পাশাপাশি এদিন ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৪৫, ৪৬ ও ৪৭নং বুথের উদ্যোগে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে আয়োজিত এক বাজার সভায় ১০ পরিবারের ৩৬ জন ভোটার কংগ্রেস ও সিপিআই(এম) দল পরিত্যাগ করে বিজেপি দলে যোগ দেয়।
এদিন এই যোগদান সভায় উপস্থিত থেকে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।