৩০টি আদিবাসী পরিবারের মধ্যে ৬ হাজার হর্টিকালচার প্লান্ট বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || রাজ্যের গান্ধী যুব সংগঠন ‘যুব বিকাশ কেন্দ্র’ (YVK) পশ্চিম ত্রিপুরার বর্ধমান ঠাকুর পাড়া এডিসি গ্রামে ৩০টি আদিবাসী পরিবারের মধ্যে ৬ হাজারট হর্টিকালচার প্লান্ট বিতরণ করে৷ ইন্টিগ্রেটেড ফার্মিং প্রজেক্ট অনুষ্ঠানের অধীনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান, যা ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এর সি এস আর অংশীদার, মুকুল মাধব ফাউন্ডেশন (এমএমএফ) দ্বারা সমর্থিত।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, পুরাতন আগরতলা আরডি ব্লকের বি ডি ও ডঃ সান্তনু দত্ত, বেলবাড়ি পশ্চিম ত্রিপুরা কে ভি কে’র ইনচার্জ ডঃ মন্দিরা চক্রবর্তী প্রমুখ।
এদিন স্বাগত বক্তব্য রাখেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করবেন যুব বিকাশ কেন্দ্রের ট্রাস্টি অনুপম দেবনাথ, সম্পাদিকা প্রতিমা দেববর্মা এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপ্তান দেববর্মা।
উপস্থিত অতিথিরা এই ধরনের প্রকল্পের অত্যন্ত প্রশংসা করেছেন এবং যুব বিকাশ কেন্দ্র এবং মুকুল মাধব ফাউন্ডেশনের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। তারা বিশ্বাস করেন যে এই প্রকল্পটি ত্রিপুরার কৃষিক্ষেত্রের উন্নয়নে একটি মাইলফলক হবে।
সমন্বিত কৃষি প্রকল্পের লক্ষ্য ত্রিপুরায় টেকসই কৃষি অনুশীলনের প্রচার করা। প্রকল্পটি সুবিধাভোগীদের ফসল চাষ, পশুপালন এবং মাছ চাষের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সুবিধাভোগীদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুব বিকাশ কেন্দ্র হল এমন একটি সামাজিক সংস্থা যা ত্রিপুরার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে উন্নত করতে কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। সংস্থাটি বহু বছর ধরে কৃষি ক্ষেত্রে কাজ করছে এবং ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এর সি এস আর অংশীদার, মুকুল মাধব ফাউন্ডেশন (এমএমএফ) এর মতো অনেক সংস্থার সহায়তায় হাজার হাজার কৃষকের জীবনযাত্রার উন্নতি করতে সহায়তা করেছে।
হর্টিকালচার প্ল্যান্টের বিতরণ ইন্টিগ্রেটেড ফার্মিং প্রজেক্টের একটি অংশ, যা ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এর সিনেস আর অংশীদার মুকুল মাধব ফাউন্ডেশনের সহায়তায় যুব বিকাশ কেন্দ্র দ্বারা বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য ত্রিপুরায় টেকসই কৃষি অনুশীলনের প্রচার করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নতি করা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*