আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || রাজধানীর দূর্গা চৌমূহনী বাজার সংলগ্ন প্রগতি স্কুল এর বিপরীতে ৬১ নম্বর রেশন শপে (মেহের কালী বাড়ীর নিকট) ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের সূচনা করা হয়। রেশন শপের ডিলার উত্তম ঘোষ জানান, প্রতি কেজি পেঁয়াজের মূল্য রাখা হয়েছে ৩৭ টাকা করে। মঙ্গলবার সকালে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা শাসক অরূপ দেব, ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা।
অনুরূপ ভাবে একই দিনে সকাল ১১টায় রাজধানীর লেইক চৌমুহনাই বাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের সূচনা করা হয়।
