আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || নিষ্ঠার সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারী বাস ভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোনরা এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাতে রাখী পড়িয়ে দিয়ে মঙ্গল কামনা করেন। পাশাপাশি এদিন সকালে মুখ্যমন্ত্রী সহ বিজেপি’র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রাকে রাখী পরিয়ে দেন মহিলারা।
এদিন মুখ্যমন্ত্রী রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন ভাই হিসাবে মহিলাদের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন।