বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ সেপ্টেম্বর || রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মিশন মুকুল। শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে গার্দ্দাং উচ্চবুনিয়াদী বিদ্যালয়ে মিশন মুকুল সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়। বৃহস্পতিবার এই উদ্ভোধনী অনুষ্ঠান শেষে শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক মিশন মুকুলের গুরুত্ব সম্পর্কে জানান। তিনি জানান, সাপ্তাহে একদিন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কর্মরত কর্মীরা এই সেন্টারে এসে কিভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করা যায় তা নিয়ে প্রশিক্ষন পেয়ে যাবেন। এই প্রশিক্ষন পেয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করলে শিক্ষার মান উন্নয়ন হবে। এছারা প্রতিমাসে একবার অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পাঠরত ছাত্র ছাত্রীদেরকেও এই সেন্টারে নিয়ে আসা হবে এতে করে ছাত্রছাত্রীরা আগামীদিনে যে বিদ্যালয়ে আসবে সেই বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কেও অবগত হবে বলে জানান বিদ্যালয় পরিদর্শক। এই উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিদর্শকের পাশাপাশি বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।