আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || ভারত বিকাশ পরিষদ আগরতলা পূর্ব শাখা ও শিববাড়ি ট্রাষ্টি বোর্ডের যৌথ উদ্যোগে আগরতলা শিব বাড়িতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। শনিবার প্রদীপ প্রজ্জ্বলন ও মাতৃবন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সংগঠনের সম্পাদিকা শ্রাবনী পাল। রাখীবন্ধন উৎসবের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন পরিবেশ প্রকল্পের সহ-সভাপতি ধীরেন্দ্র কলই। সাংবাদিকের সামনে পরিষদের কার্যকলাপ তুলে ধরেন প্রান্তীয় সংস্কার প্রমুখ চিত্রা সরকার। অনুষ্ঠানে পরিষদের প্রান্তীয়,পূর্ব ও পশ্চিম শাখার সদস্য-সদস্যাগণ ও শিববাড়ী ট্রাষ্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন পরিষদের বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে দেন। তারপর সবাইকে মিষ্টিমুখ করা হয়। পরিশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিববাড়ী ট্রাস্টি বোর্ডের সভাপতি ধ্রুবকিশোর দেববর্মা মহোদয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।