আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || শেষ হল রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার। রবিবার সরব প্রচারের শেষদিনে প্রচারে ঝড় তুলেছে শাসকদল বিজেপি। রবিবার বিকেল ৪টা পর্যন্ত ছিল সরব প্রচারের সময়সীমা। এদিন প্রচারের শেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা থেকে শুরু করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস সহ মন্ত্রী বিধায়করা প্রচারে অঅংশ নেন। এদিন বাড়ি বাড়ি প্রচার শেষে তোফাজ্জল হোসেনের সমর্থনে এলাকাভিত্তিক মিছিল সংঘটিত করেছে বিজেপি দল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। এদিন বক্সনগর কেন্দ্রের অন্তর্গত পুটিয়াবাজারে জন সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিজেপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের হয়ে প্রচারে গিয়ে মেয়র বলেন, দীর্ঘ বাম আমল থেকে এই বিধানসভায় উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বামেদের সময়ে কোনো উন্নয়ন হয়নি এলাকায়। তবে বিজেপির প্রার্থী জয়ী হয়ে এলাকার উন্নয়নকেই সর্ব প্রথম প্রাধান্য দেবে।
উল্লেখ্য, আগামী ৫ই সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্র বক্সনগড় ও ধনপুর অনুষ্ঠিত হবে উপনির্বাচন।