গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর || নিত্যদিনের রান্নার সঙ্গী পেঁয়াজ। আর এই পেঁয়াজের মূল্যের লাগাম টানতে খাদ্য দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি খোয়াই মহকুমার প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজারে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সুভাষ পার্ক মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোহিনুর মার্কেটের সামনে নায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। যাতে মানুষ বাজারে গিয়ে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে। ফুড কন্ট্রোলার সঞ্জীব দেববর্মা সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, ভোক্তাদেরকে নায্যমূল্যে পেঁয়াজ ক্রয়ের জন্য অনুরোধ জানানো হয়েছে খোয়াই খাদ্য দপ্তরের পক্ষ থেকে।