আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্গত দুটি টাউনশিপ প্রকল্পে ফ্যাট নির্মাণের কাজ এগিয়ে চলছে জোর গতিতে। সোমবার রাজধানীর কুঞ্জবনের ভগৎ সিং যুব আবাস সংলগ্ন স্থানে এবং কামান চৌমুহনীতে এই প্রকল্পগুলির নির্মীয়মান এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরিদর্শনে গিয়ে টাউনশিপ প্রকল্প গুলো যথাসময়ে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বলেন, কামান চৌমুহনীতে নির্মিয়মান সমস্ত ফ্ল্যাটেরই বুকিং হয়ে গেছে এবং কুঞ্জবনে নির্মিয়মান ফ্ল্যাটের ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে।
পাশাপাশি এদিন আগরতলা লাইট হাউস প্রজেক্ট স্থল পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প তথা লাইট হাউস প্রজেক্ট।
এই প্রকল্পের বাস্তবায়ন আবাসনের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জনগণের আশা আকাঙ্খা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোট সাতটি ব্লকে গড়ে উঠছে ১০০০টি ফ্ল্যাট। তিনি বলেন, আগামী ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে ফ্ল্যাট নির্মাণ কাজ শেষ করে তা ফ্ল্যাটের মালিকদের কাছে হস্তান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে নির্মাণ সংস্থা কাজ করছে।