জাতীয় ডেস্ক ।। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর ১৪ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বাবার মৃত্যুর কারণে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোজভ্যালি কর্তা। সেই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। তবে জামিন শেষে ফের তাঁকে আত্মসমর্পণ করতে হবে। আদালতে ইডি জামিনের বিরোধিতা করে ছিল।
এদিকে, মদন মিত্রের জামিনের দ্রুত শুনানি হবে কিনা আগামিকাল তা জানা যাবে। আজ একথা জানিয়েছেন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। এর আগে দুবার পিছিয়ে যায় মদন মিত্রের জামিনের আর্জির শুনানি। দুবারই সময় চায় সিবিআই। সেই প্রেক্ষিতেই জামিনের দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন মন্ত্রীর আইনজীবী।
সৌজন্যে ২৪ ঘন্টা।