আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || কনস্টেবল প্রশিক্ষণের জন্য সেরা পুরস্কার পেয়েছে ত্রিপুরার কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি। মঙ্গলবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা পুলিশের হাতে ওই পুরস্কার তুলে দিয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপালের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুদীপ পাল ওই পুরস্কার গ্রহণ করেছেন।
এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে কনস্টেবল প্রশিক্ষণের জন্য দেশের সেরা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি পুরস্কৃত হয়েছে।