জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত দুই জন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || বেতাগা কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত দুই জন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেল বেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ এ ৭৫৭৮ নাম্বারের বাইক এক পথচারিকে ধাক্কা দেয়। এতেকরে বাইক চালক ও পথচারী জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আহতদের সঠিক সময়ে চিকিৎসা প্রদানে শান্তিরবাজার জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহতরা বাইক চালক সাব্রুম কল্যান নগরের বাসিন্দা শ্রীকান্ত সুত্রধরের ছেলে আকাশ সুত্রধর (২৬), অপরজন হলো পশ্চিল পাইখোলার বাসিন্দা দিলীপ পালের সহধর্মীনি মরু সরকার পাল (৫০)। এই দুর্ঘটনায় আহতদের রক্ষনার্থে বিশেষ ভূমিকা পালন করলো দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নামলো শান্তিরবাজার থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*