নয়াদিল্লি ।। কিংবদন্তী অভিনেতার মুকুটে নতুন পালক। পদ্মবিভূষণ সম্মান পেলেন অমিতাভ বচ্চন। রাষ্ট্রপতি ভবনে আজ ৬০ জনের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন বচ্চন পরিবারের সদস্যরা।
অভিনেতা হিসেবে মিলেছে দেশ-বিদেশের বহু স্বীকৃতি। ঝুলি ভরেছে নানা পুরস্কারে। এবার সেই তালিকায় যুক্ত হল পদ্ম-সম্মান। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার রাষ্ট্রপতি ভবনে বিগ বি-র হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
এবার পদ্মপ্রাপক ১০৪ জন। ৯ জন পদ্মবিভূষণ, ২০ জন পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী দেওয়া হয়। অমিতাভ বচ্চনের পাশাপাশি, যাঁদের পদ্মবিভূষণ সম্মান জানান হল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, আইনজীবী কোট্টায়ন কে বেণুগোপাল, হজরত মহম্মদের বংশধর করিম আগা খান। পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হলেন অসমের বিখ্যাত চলচ্চিত্র-নির্মাতা জহ্নু বড়ুয়া। হকি খেলোয়াড় সাবা অঞ্জুম, ক্রিকেটার মিতালি রাজ, অর্থনীতিবিদ বিবেক দেবরায়, সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন প্রমুখ পেলেন পদ্মশ্রী।
এবারে পদ্ম-সম্মানে পুরস্কৃত হলেন ১৭ জন মহিলা। রাষ্ট্রপতিভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্যা আর মেয়ে শ্বেতা।
সৌজন্যে এবিপি নিউজ।