আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র ২০-বক্সনগর এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে শাসক দল বিজেপি প্রার্থীদের জয়জয়কার হয়। শুক্রবার রাজ্যে উপনির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রেই ভোটগণনা হয়। এদিন সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। সকাল থেকেই বিরোধীদল সিপিআই(এম) প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে থাকতে দেখা যায় শাসকদল বিজেপি প্রার্থীদের। গণনা শেষে সিপিআই(এম) প্রার্থীদের পেছনে ফেলে জয়জয়কার হলো শাসকদল বিজেপি’র ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তোফাজ্জল হোসেন ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিন্দু দেবনাথ। জানা যায়, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তোফাজ্জল হোসেন ৩০,২৩৭ ভোটে জয়লাভ করেন এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিন্দু দেবনাথ ১৮,৮৭১ ভোটে জয়লাভ করেন।
এদিন ২০-বক্সনগর এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অভূতপূর্ব জয়ের পর তোফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথকে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।