ধনপুর ও বক্সনগর উপনির্বাচনে বিজেপি’র জয়ে তেলিয়ামুড়াতে বিজয় মিছিল

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ সেপ্টেম্বর || ধনপুর ও বক্সনগর উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয় হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়াতেও শনিবার বিকেলে ২৮-তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই বিজয় মিছিলে কর্মী সমর্থকদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*