পশ্চিম পিলাক বাজারে বিজেপি’র বিজয় মিছিল

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর ||  উপানির্বাচনের ফলাফলে বিজেপি মনোনিত প্রার্থীর জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে পশ্চিম পিলাক বাজারে এক বিজয় মিছিল সংগঠিত হয়। মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ জোলাইবাড়ী বিজেপি’র অন্যান্য কর্মীসমর্থকরা দুই বিধানসাভা কেন্দ্রের উপনির্বাচনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেছেন। সকলের অক্লান্ত পরিশ্রমে দুই বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে।  এই জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে শনিবার ঢাক ঢোল বাজিয়ে বাজী ফুঁটিয়ে আবির খেলায় মাধ্যমে আনন্দে মাতোয়ারা হলেন জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃত্ববৃন্দরা। এই মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক বাজার সভা ও যোগদানসভা। এই যোগদানসভায় বিভিন্ন দলত্যাগ করে ১২ পরিবারের ৪০ ভোটার বিজেপি’তে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলিয় পতাকা দিয়ে বরণ করেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। এই বাজার সভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন তারপাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের ও রাজ্যের সার্বিক উন্নয়নে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করারনোর জন্য অঙ্গীকার বদ্ধ হন। এই মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সহ-সভাপতি চাথই মগ, যুব নেতৃত্ব পুলক ভৌমিক , কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা। একইদিনে সংগঠনকে আরো শক্তিশালী করে গরে তুলতে ঠাকুরছড়া এলাকায় মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে এক সাংগঠনিক আলোচনাসভার আয়োজন করাহয়। আজকের এই আলোচনাসভার মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা তকরা হয়। অপরদিকে জোলাইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরীর উদ্দ্যোগে বাইখোড়া বাজারে এক বিজয় মিছিল সংগঠিত করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*