মনথাং ভিলেজ এলাকার মালিকানা নিয়ে বিতর্ক অব্যাহত, নয়া কমিটি গঠিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর || তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন, কাঁকড়াছড়া এডিসি ভিলেযে অন্যতম পর্যটন কেন্দ্র মনথাং ভিলেজ এলাকার মালিকানা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এডিসি’র স্বাস্থ্য দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার কমল কলইকে শোকজ করা হয়েছে। শোকজের নিষ্পত্তি এখনো হয়নি। বন দপ্তর ধীরে ধীরে বিষয়টিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। রবিবার দুপুর ১২টায় কাঁকড়াছড়া এডিসি ভিলেজের মনথাং এ স্থানীয় যে এফ এম কমিটি রুঙসারার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি ভেঙ্গে দিয়ে সনজিৎ রিয়াং’কে সভাপতি এবং ইন্দ্র কুমার রিয়াং’কে মেম্বার সেক্রেটারি করে দশ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের আধিকারিক সাবির কান্তি দাস সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষদের সামাজিক আর্থিক উন্নতির জন্য এবং বনকে রক্ষা করার জন্যই জেএফএম কমিটি গুলি গঠন করা হয়।
উল্লেখ্য, কাকড়াছড়া এডিসি ভিলেজের মনথাং ভিলেজটিতে এডিসি’র স্বাস্থ্য দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার কমল কলই একটু পর্যটনকেন্দ্র গড়ে তুলেছেন। এই পর্যটন কেন্দ্রটির ভূমির মালিকানা নিয়েই চলছে বিতর্ক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*