বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর ||শান্তিরবাজার সমর চৌঁধুরী স্মৃতি মার্কেট থেকে একটি মালবাহী ট্রাককে আটক করে নিয়ে গেলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার শান্তিরবাজার থানার নিকট খবর যায় শান্তিরবাজার সমর চৌঁধুরী স্মৃতি মার্কেটে টি আর ০১ পি ১৫১৪ নম্বরের মালবাহী ট্রাকে কিছু পরিমানে রেশনের সরকারী চাউল রয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ীটিকে আটক করে তদন্তের জন্য থানায় নিয়ে যায়। সু্ত্রের খবর অনুযায়ী জানা যায়, সোমবার খাদ্য দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে চাউলগুলি পরিক্ষা করা হবে।