আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || রাজ্যের জে আর বি টি বেকার যুবক-যুবতীরা রবিবার আবারও জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কবে নাগাদ তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এই বিষয় নিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করে জে আর বি টি বেকার যুবক-যুবতীরা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের কাছে আবারও আবেদন করেন যাতে তাদের মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত করা হয়।