আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || ভারতীয় জনতা পার্টি ৯-বনমালীপুর মন্ডলের ২০নং বুথের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৯-বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা অস্মিতা বণিক সহ অন্যান্য অতিথিরা।