সারা ভারত যুব ফেডারেশনের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || মঙ্গলবার সারা ভারত যুব ফেডারেশন (AIYF) রাজ্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনের প্রেক্ষাগৃহে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সারা ভারত যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থিরুমালাই রমণ। এদিন সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সভাপতি অজিত দাসের সভাপতিত্তে সভার কাজ শুরু হয়।
সভার প্রথমে গত রাজ্য পরিষদের পর প্রয়াত এবং শহীদ বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর AIYF সাধারণ সম্পাদক থিরুমালাই রমণকে উত্তরীয় এবং পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভার প্রথমেই রিপোর্টিং পেশ করেন AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত।
তারপর সভায় জাতীয় পরিস্থিতি এবং সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন AIYF সর্বভারতীয় সাধারণ সম্পাদক থিরুমালাই রমন। এদিন সভায় বক্তব্য রাখেন AIYF রাজ্য যুগ্ম সম্পাদক সত্যজিৎ রিয়াং, সিপিআই রাজ্য সহ-সম্পাদক তথা প্রাক্তন AIYF রাজ্য সম্পাদক মিলন বৈদ্য এবং NFIW রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি। সভায় প্রত্যেক বিভাগ থেকে আগত রাজ্য পরিষদের সদস্য সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী অর্থবছরের সংগঠনের সভ্যপদ অভিযান আগামী জানুয়ারিতে ২০২৪ এর মধ্যে শেষ করতে হবে, স্থানীয় এবং জাতীয় ইস্যু নিয়ে AIYF নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে ১৩’তম রাজ্য সম্মেলন অনুথিত করতে হবে।
সভা থেকে শান্তিরবাজার বিভাগ থেকে একজন, জিরানিয়া বিভাগ থেকে দুই জন, কমলপুর থেকে একজন, বিলোনিয়া থেকে একজন এবং কৈলাশহর বিভাগ থেকে একজনকে রাজ্য পরিষদে নতুন করে সর্বসম্মত ভাবে অন্তরভূক্ত করা হয়। সভায় AIYF রাজ্য সভাপতি অজিত দাস সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*