আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দিল্লীতে অমৃতবাটিকা তৈরি করতে ‘মেরি মিট্টি মেরা দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের মাটি নিয়ে যাবার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। মঙ্গলবার সকালে ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত রাজধানীর আরেলিয়া ব্রিজ সংলগ্ন আগরতলা পুর নিগমের ২৪নং ওয়ার্ডের ২৬নং এবং ২৮নং বুথ থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। এদিন তিনি বলেন, গোটা রাজ্যের বিভিন্ন বুথ ও মন্ডলের প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে দিল্লীর উদ্দেশ্যে পাঠানো হবে।
এদিন উনার সাথে উপস্থিত ছিলেন বিজেপি’র কর্মী সমর্থকরা।