আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || রাজধানীর বোধজং উচ্চমাধ্যমিক বিদ্যালয় বার্ষিক রক্তদান শিবির ও স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর মহকুমা শাসক, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।
এদিন আয়োজিত রক্তদান শিবিরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজ্যের উন্নয়ন চাইছে সরকার।