আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || গতানুগতিক শিক্ষাদানের বাইরেও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য মানসিকভাবে তৈরি করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মঙ্গলবার সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫’তম বছর পূর্তি উৎসব ও প্রাক্তনীদের মহামিলন মেলার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তিনি বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত শিশুদের খেলার মাধ্যমে শিক্ষা প্রদানে শিক্ষক-শিক্ষিকাদের আরও যত্নবান হতে হবে এবং সকল স্তরেই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাতেও উৎসাহ প্রদান করতে হবে।
এদিন এই অনুষ্ঠানে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এই রক্তদান এবং স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন।