আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || বহু আন্দোলন ও বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল জে আর বি টি গ্রুপ-সি এর ফলাফল। দীর্ঘ প্রায় আড়াই বছর পর বুধবার সন্ধ্যায় জে আর বি টি’র অফিসিয়াল ওয়েবসাইটে ১,৯৮০ জনের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। এদিন ফল প্রকাশের পর থেকেই খুশির হাওয়া ছড়িয়ে পরে চাকুরীপ্রার্থীদের মধ্যে।
জানা যায়, গত আড়াই বছর আগে জে আর বি টি পরীক্ষা গ্রহণ করা হলেও ফল প্রকাশ নিয়ে তালবাহানা করছিল সংশ্লিষ্ট দপ্তর। ফল প্রকাশ নিয়ে প্রচুর আন্দোলন ও বিক্ষোভ হওয়ার পর অবশেষে প্রকাশিত হল জে আর বি টি’র মেধাতালিকা।
এদিন জে আর বি টি’র ফলাফল প্রকাশিত হবার পর নিজের সামাজিক মাধ্যমে সফল চাকুরীপ্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।