আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || বহু কাঙ্খিত আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ইঞ্জিন চালানো হবে বৃহস্পতিবার। জানা যায়, এদিন বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত শিবনগর জিরো লাইন পর্যন্ত এই পরীক্ষামূলক ইঞ্জিন চালানো হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে শুরু হবে রেল যোগাযোগ। জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী এই রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই রেলপথের নির্মাণ কাজ করছে। ১২.২৪ কিমি দৈর্ঘ্যের এই রেলপথে বাংলাদেশের অংশে পড়েছে ৬.৭৮ কিমি। বাকি অংশ ভারতে। আপাতত নিশ্চিন্তপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত চলবে এই রেল।