আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || রাজ্যের জনজাতি ছাত্র-ছাত্রীরা নেতৃত্বে জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। বৃহস্পতিবার দুপুরে স্টাইপেন্ডের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ দেখায় তিনি। দ্রুত স্টাইপেন্ড প্রদান না করা হলে তালাবন্দি করে দেওয়া হবে বলে দপ্তরের আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন ছাত্র যুব নেতা সম্রাট রায়।