আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || শ্রী শ্রী প্রভু জগতবন্ধু সুন্দরের শ্রাদ্ধ শত বৎসর আবির্ভাব স্মরণ উৎসব শ্রী শ্রী মহানাম অঙ্গের ৮২’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়ের দীপক মজুমদার, ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, মহা নাম আশ্রমের সভাপতি সঞ্জয় নাথ, আশ্রমের সাধু সন্ন্যাসীরা সহ অন্যান্যরা।