ব্রু সংগ্রমা পূজাতে গিয়ে ঘরে ফেরা হলো না এক যুবকের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও সঠিক ব্যবস্থাপনা ছারা ঘটা করে রিয়াং জনজাতিদের কূল দেবী সংগ্রমা পূজাকে কেন্দ্র করে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনপাথর এলাকায়। মনপাথর এলাকায় দখল সিং রিয়াং পাড়ায় এই মেলার আয়োজন করা হয়। দু’দিন ব্যাপী এই মেলায় মেলা কতৃপক্ষের উদ্দ্যোগে রাজ্য সরকার থেকে বিভিন্ন সুযোগসুবিধা আদায়ের লক্ষ্যে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, মন্ত্রী বিকাশ রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্যদের আমন্ত্রন জানানো হয়। মেলা কমিটি বিগত দিনে বাম আমলে প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াংকে প্রত্যেক বছর আমন্ত্রন জানাতেন। মূল লক্ষ্য ছিলো কিছু আদায় করা। বর্তমান সময়ে বাম শাসন শেষে বামেদের নেতৃত্বদের ভুলে গিয়ে কিছু আদায়ের লক্ষ্যে মূল শ্রোতে ফিরে এসেছে মেলা কমিটি। মেলার আয়োজন করাতে সকলে খুবই আনন্দিত, কিন্তু কোনো প্রকারের সুব্যবস্থা ছারাই প্রত্যেক বছর এই মেলার আয়োজন করা হয় বলে অভিযোগ। এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর কিছু না কিছু ঘটে থাকে।
বুধবার রাতে মেলায় এসে প্রাণ হারাতে হয়েছে এক যুবককে। জানা যায়, গঙ্গারায় পাড়ার বাসিন্দা মানিক রিয়াং এর ছেলে সৌরজ রিয়াং বুধবার রাতে মেলার উদ্দ্যোশ্যে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ মেলা থেকে ঢিলছোরা দুরত্বে তক্কশিলা পাড়ায় রাস্তার পাশে সৌরজ রিয়াংকে পরে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকল বাহিনীর কর্মীরা সৌরজ রিয়াংকে শান্তিরবাজার ট্রোমা কেয়ার সেন্টারে নিয়ে যায়। পরবর্তী সময় ট্রোমা কেয়ার সেন্টারে প্রাণ হারালো সৌরজ রিয়াং। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে সৌরজ রিয়াং এর পিতা সংবাদমাধ্যমের সামনে জানানা, উনারা সন্দেহ করছে উনার ছেলেকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*