দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৯ এপ্রিল ।। হাতে গোনা কয়েকটা দিন তারপরেই ১৪২১ সাল ঠাঁই নেবে সময়ের অতল গহ্বরে। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিবছরেই আসা যাওয়ার এই পর্ব চলছে তবুও বিদায় আর আবাহনের এই মুহূর্ত অন্যরকম নষ্টালজিক পরিবেশ সৃষ্টি করে। বাংলা পুরনো বছরকে বিদায় জানানোর প্রাক মুহূর্তেও এমন কিছু ছবি একনো বিদ্যমান সেগুলো কতদিন দেখা যাবে সেটাই প্রশ্ন। পুরোদস্তুর ডিজিটাল যুগে ব্যবসাতেও কিন্তু আস্তে আস্তে বেড়ে চলছে ডিজিটাইলাইজেশনের পালা।
বৈশাখ যখন দরজায় কড়া নাড়ছে তখন ব্যবসায়ী প্রতিষ্ঠানের চিরায়ত উপাদান লাল কাপড়ে আছাদিত হালখাতা বাজারে এসে গেছে ক’দিন আগেই। চৈত্রের হিসেব শেষে বিক্রেতা – ক্রেতার সম্পর্কের প্রথম অঙ্ক উঠবে এই হালখাতাতে। ডিজিটালের এই যুগেও অনেক ব্যবসায়ী ‘হালখাতা’ যাত্রার সূচনায় পন্ডিতের স্পর্শ আর আবার কেউ নববর্ষের পূণ্য দিনে যান দেবালয়ে। ব্যবসার বড় প্রতিষ্ঠান থেকে সবজি বাজারে ডিজিটাল ওজন মাপার যন্ত্র ‘হালখাতা’র চিরায়ত ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলাই বাহুল্য।