জেলা নেতৃত্বের হাতে ৬টি মন্ডলের অমৃত কলস অর্পণ খোয়াইয়ে

গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || খোয়াই জেলার অন্তর্গত ৬টি মন্ডলের নেতৃত্বগণ খোয়াই জেলার অন্তর্গত প্রত্যেকটি মন্ডলের অমৃত কলস অর্পণ করেছেন জেলা নেতৃত্বের হাতে। সকাল ১২টা থেকে দুপুর দুটো পর্যন্ত এই কার্যক্রম চলে এবং কার্যকর্তাগণ মিছিল করে জেলা কার্যালয়ে আসে। শুক্রবার বেলা ৩টায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের হাতে এই কলস অপর্ন করা হবে।
এরপর বিকেল ৪টায় খোয়াই জেলা সোশ্যাল মিডিয়া ও আইটি কার্যকরতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় খোয়াইস্থিত পুরাতন টাউন হলে। সভাপতিত্ব করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা আইটি ও সোশ্যাল মিডিয়ার রাজ্য প্রভারি অমিত রক্ষিত, সরকার পক্ষের চিফ হুইপ তথা বিধায়িকা কল্যাণী রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সোশ্যাল মিডিয়ার রাজ্য কনভেনার অরিন্দম দেব এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*