বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর || বাইখোড়া বাজারে এটিএম মেশিন ভাংচুর করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজারে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম মেশিন ভাংচুর করে নিশিকুটম্বের দল। শুক্রবার সকালবেলা বিষয়টি মালিক সহ অন্যান্য লোকজনদের নজরে আসে। পরবর্তী সময় এই বিষয়ে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে পুলিশ ঘটনাস্থল থেকে সি সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বলে জানা যায়। এই বিষয়ে এটিএম এর মালিক জানান, উনারা দুইজন মিলে এই ব্যবসা শুরু করেছেন। বাইখোড়া বাজারে ব্যাঙ্কিং পরিষেবা ভালো নেই তাই লোকজনদের সুবিধার্থে ও উনাদের সুবিধার্থে এই ব্যবসা শুরু করেছেন। এটিএম মেশিন ভাংচুরে মেশিন থেকে কোনোপ্রকারের নগদ অর্থ চুরি হয়েছে কিনা তা উনারা সঠিকভাবে বলতে পারছেন না বলে জানান। ঘটনার তদন্তের মাধ্যমে চুরি হয়েছে কিনা তা জানা যাবে। উনারা জানান, বাইখোড়া বাজারে প্রতিনিয়ত চুরিকান্ড ঘটে যাচ্ছে। এইভাবে প্রতিনিয়ত চুরি হোওয়াতে সকলের মধ্যে তিব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।