আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান পালন সহ শারদীয় দূর্গা উৎসব নিয়ে শুক্রবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরা।
এদিন বৈঠকে আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।
এদিন মেয়র বলেন, চন্দ্রযান-৩ অভিযানে সফল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরো’র বিজ্ঞানী সহ এ সফলতায় যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছে আগরতলা পুর নিগম। তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনের প্রকল্প ‘স্বচ্ছতা হি সেবা’ বাস্তবায়ন সহ মেগা আয়োজন আগরতলা পুর নিগমের তরফে নেওয়া হয়েছে। তাছাড়া ইন্ডিয়ান স্বচ্ছতা লিগ সিজন-২ সামনে রেখে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা, এ শোভাযাত্রা আগামী ১৭ই সেপ্টেম্বর সকাল ৭টায় শুরু হবে উমাকান্ত একাডেমি থেকে, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্টেট মিউজিয়াম সামনে গিয়ে শেষ হবে। তাতে অংশ নেবে আগরতলা পুর নিগম, টিম ‘আগরতলা রয়েলস’। ‘আমার স্বপ্নের আগরতলা, আমার স্বচ্ছ আগরতলা’কে নিয়েই যাবতীয় ভাবনা ও উদ্যোগ।মেয়র বলেন, সামনে দুর্গা পুজো। তার জন্য নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। সব আয়োজনে আগরতলা পুর নিগম দায়িত্ব সহকারে কাজ করতে সর্বদাই সচেষ্ট। তার জন্য সমস্তধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতায় বরাবরই গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে নাগরিক পরিষেবাও সর্বাগ্রে বিবেচিত। সবমিলিয়ে পুজোর দিনগুলোতে পুর নিগমের তরফে প্রত্যেক ওয়ার্ডে থাকবে কর্মসূচি। প্রতিমা নিরঞ্জন পর্ব সহ সবদিক থেকে আগরতলা পুর নিগম আগেও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিল, এবারও তা অব্যাহত থাকবে। বিগত বছরগুলোর ত্রুটিবিচ্যুতি কাটিয়ে নতুন উদ্যোমে এবারের পুজো সবার কাছেই আনন্দময় হয়ে উঠুক আগাম এ কামনা রইলো।