বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর || শুক্রবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের অফিস কার্যালয়ে ভারত রত্ন মোক্ষগুন্দম বিশ্বেশ্বরায়ের নবনির্মিত মুক্তি উন্মোচন ও মাল্যদানের মাধ্যমে ভারত রত্ন শ্রী মোক্ষগুন্দম বিশ্বেশ্বরায়ের ১৬২’তম জন্মজয়ন্তী উৎযাপন করা হয় ও ৫৬’তম ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারাক ও এস ডি ও প্রবীর বরন দাসের উদ্দ্যোগে একগুচ্ছ কর্মসূচীর মাধ্যমে এই বিশেষ দিনটি উৎযাপন করা হয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারাক ও এস ডি ও প্রবীর বরন দাস এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সকলকে দেখিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার্সরা শুধুমাত্র উন্নয়নমূলক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। উনারা সমাজসেবামূলক কাজেও এগিয়ে রয়েছেন। এই দুই জনের উদ্দ্যোগে দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করে সমাজসেবামূলক কাজে এগিয়ে রয়েছেন।
