আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ৫০০ জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার রাজধানীর জয়নগর ভারত সেবাশ্রম সংঘে এই উপলক্ষে একহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ নারায়ন স্বামী, রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, বি এম এস’র রাজ্য সভাপতি শংকর দেব, অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি শ্যামল কান্তি রায় সহ অন্যান্যরা।