নানা আয়োজনে উন্নয়ন সংঘের ৭১’তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর || রাজধানীর আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ক্লাব উন্নয়ন সংঘের ৭১’তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় শনিবার। এদিন সকাল ৮টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। এরপর এলাকায় স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এরপর সকাল ১০টা থেকে প্রতিবছরের ন্যায় এবছরও এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র বলেন, রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন করা সম্ভব। একজন মুমুর্ষ রোগীর জীবন বাঁচানোর পাশাপাশি নতুন সম্পর্কে আবদ্ধ হয়। এদিন রক্তদানের মতো এই মহৎ উদ্যোগে যারা সামিল হয়েছেন তাঁদের সকলকে সাধুবাদ জানান মেয়র দীপক মজুমদার।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটার সম্পা সরকার চৌধুরী, ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটার অলক রায়, সমাজসেবক জয়ন্ত চৌধুরী, সমাজসেবক সঞ্জয় সাহা, উন্নয়ন সংঘ ক্লাব সভাপতি প্রণব সাহা, সম্পাদক ডঃ পার্থ সরকার প্রমুখ।

পরে মেয়র সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন।
এদিন সন্ধ্যায় ক্লাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এলাকার প্রবীণদের সংবর্ধনা জ্ঞাপন ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বসেআঁকো প্রতিযোগিতায় ৪টি বিভাগে সেরা ৫ জন করে কচিকাঁচাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ক্যারাম প্রতিযোগিতায় সিঙ্গেল ও ডাবলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*