বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে জোলাইবাড়ী পিলাক টুরিষ্ট লজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীবাসীর জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, বিজেপির যুব মোর্চার প্রদেশ কমিটির সভাপতি তথা টি আই ডি সির চেয়ারম্যান নবাদল বণিক, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার জেলাসভাপতি বিপুল ভৌমিক, জোলাইবাড়ী যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদানে অংশগ্রহন করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বাইখোড়াস্থিত এস এস বি ক্যাম্পের কালি মন্দিরে পূজাদেন ও বাইখোড়ার সি আর পি এফ ক্যাম্পে কর্তব্যরত জোওয়ানদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন ও সকলের মধ্যে মিষ্টি বিতরন করেন।