আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর || দেশের প্রধানমন্ত্রী ‘পি এম বিশ্বকর্মা’ প্রকল্পের ঘোষণা করেন ভার্চুয়াল সভার মধ্য দিয়ে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা শিল্পী ও কারিগরদের জন্য ‘পি এম বিশ্বকর্মা’ প্রকল্পের শুভ সূচনা ও ‘যশোভূমি’ কনভেনশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে শ্রবণ করার আয়োজন করা হয় রাজধানীর অরুন্ধতীনগরস্থিত ৩৯নং ওয়ার্ডের কনফারেন্স হলে। এদিন এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।
দেশের সাধারন জনগনের জীবনের সাথে সংযুক্ত ভিন্ন-ভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার প্রতিফলন এই কার্যক্রম সর্বদাই অনুপ্রাণিত করে বলে এদিন জানান মেয়র দীপক মজুমদার।